শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

বেকারসংগীত


সবার চোখের বিষ—আমরা বেকার
কেউ নেই আমাদের দুঃখ দেখার

ফুটপাতে চটপটি ঝালমুড়ি বট খাই
চায়ের দোকানে বসে আঙ্গুল মটকাই
প্রত্যেক দোকানের বাকির খাতায় নাম
মাসশেষে হয়তো বা দেই অর্ধেক দাম
     দোকানীর চোখে বিষ—আমরা বেকার
     কেউ নেই আমাদের দুঃখ দেখার

বৌ ভাবি দুনিয়ার সক্কল মেয়েকে
জানি না কপালে সুখ দেবে শেষে কে এঁকে
বৌ করে ঘরে নিতে যে মেয়ের নাম নেই
সেই মেয়ে বর নিয়ে চলে যায় সামনেই
    মেয়েদের চোখে বিষ—আমরা বেকার
    কেউ নেই আমাদের দুঃখ দেখার

এর বোন মেডিকেলে; দেশে যাবে ওর ভাই
তাই খুব ব্যস্ততা; সারাদিন দৌড়াই
ঘরে এসে রাতে শুনি ভাবী বলে ভাইকে
ঘরে যে বাজার নেই—খোঁজ নেয় তাই কে?
    ভাইয়ের চোখেও বিষ—আমরা বেকার
    কেউ নেই আমাদের দুঃখ দেখার

জুতা-জামা ধার করে ভাইভাটা নিষ্ফল
জরুরী ফোনের বেলা দেই শুধু মিসকল
ঘরের লোকের সাথে দেখা হয় যত কম
পরিবেশ ততটাই কম হবে থমথম
    সবখানে অবহেলা—আমরা বেকার
    কেউ নেই আমাদের দুঃখ দেখার

পত্রিকা পড়ি শুধু ভেতরের পৃষ্ঠা
এভাবেই দিন কেটে যায় মোট ত্রিশটা
বোঝা হয়ে দিন দিন পরিবারে দামড়া
খাটালেই রাষ্ট্রের সম্পদ আমরা
    সমাজের চোখে বিষ—আমরা বেকার
    কেউ নেই আমাদের দুঃখ দেখার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন