সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৩

কিপ্টে [কিশোরকাব্য]


সুহৃদের ছোট চাচা
খুব বেশি কিপ্টে
কক্ষনো তিনি না কি
ওঠেন না লিফটে

মালামাল দিয়ে তাতে
নিজে যান সিঁড়িতে
দেহ তার পৌঁছেছে
তাই বিচ্ছিরিতে

একসাথে তিনি আর
মালামাল চাপলে
ওজনের ভারে লিফট
ক্ষয়ে গিয়ে কাঁপলে

লিফট তার ক্ষয় হবে
সেই ভয়ে হাড়ক্ষয়
করছেন সিঁড়ি ভেঙে
রোজ তিনি বারকয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন